এক্সট্যাসির ঈদ কালেকশন ও স্মার্টফোন অ্যাপের উদ্বোধন

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ফ্ল্যাগশিপ স্টোরে ফ্যাশন হাউজ এক্সট্যাসি তাদের ঈদ কালেকশনের প্রদর্শন করেছে। অনুষ্ঠানে এক্সট্যাসি আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে নিজেদের স্মার্টফোন অ্যাপেরও উন্মোচন করে যা গুগল প্লে এবং অ্যাপস্টোর এ পাওয়া যাবে আগামী ১৫ মে থেকে। এ অ্যাপের মাধ্যমে ক্রেতারা আউটলেটে যাওয়া ছাড়াই এক্সট্যাসির কালেকশন দেখতে ও কিনতে পারবেন।

thumbnail
এক্সট্যাসির ব্যবস্থাপনা পরিচালক ও তানজিমের ক্রিয়েটিভ হেড তানজিম হক এবং জারজেইনের ক্রিয়েটিভ ডিরেক্টর ও এক্সটেসির চেয়ারপারসন আসমা সুলতানা অতিথিদের ঈদ কালেকশন দেখান। এ ডিজাইনার দম্পতি ঈদ কালেকশনের ডিজাইন ও ম্যাটেরিয়াল নিয়ে অতিথিদের সঙ্গে নিজেদের ভাবনার কথা বলেন।
এছাড়াও অনুষ্ঠানে তানজিম মোনাকো নামে নারী-পুরুষ উভয়ের ব্যবহার উপযোগী এবং তানজিম ভেলর নামে শুধুমাত্র পুরুষের ব্যবহার উপযোগী দুটি পারফিউম উন্মোচন করা হয়। এক্সট্যাসির মেনজ কালেকশনে রয়েছে পাঞ্জাবি, তানজিম শার্ট, কিউবান শার্ট এবং টি-শার্ট। আরও রয়েছে তানজিম জগার, ডেনিম, এবং নানা রঙের কটন স্ট্রেচ চিনোস ট্রাউজার। তানজিমের অন্যান্য আইটেমের মধ্যে রয়েছে স্নিকার, সু, ছেলেদের ডাফল ব্যাগ, লেদারের ওয়ালেট এবং ক্যাজুয়াল ও ফর্মাল শার্ট। নারীদের জন্য কালেকশনে রয়েছে লম্বা ও মাঝারি আকৃতির কামিজ, কুর্তি, লং ও শর্ট স্কার্ট, বিভিন্ন ধরনের টপ, রিপড টি-শার্ট, প্রিন্টেড টি-শার্ট, সলিড ও রিপড ডেনিম, এবং নানা ধরনের প্যান্ট ও স্কার্ফ।