মায়ের জন্য যত আয়োজন

মায়ের জন্য ভালোবাসা থাকে বছরের প্রতিটি দিন জুড়েই। কিন্তু একটি বিশেষ দিনে যদি খানিকটা আয়োজন করে প্রকাশ করা যায় এই ভালোবাসার, ক্ষতি কী?

বসুন্ধরা সিটির অ্যাপেক্সে চলছে কেনাকাটা
প্রতি বছর আন্তর্জাতিক মা দিবস পালন করা হয় মে মাসের দ্বিতীয় রবিবার। আগামীকাল রবিবার মা দিবস। ঈদের কেনাকাটার ফাঁকে ফাঁকে চলছে মায়ের জন্য কেনাকাটা। রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে গিয়ে দেখা গেল অনেকেই বিভিন্ন আউটলেট ঘুরে ঘুরে মায়ের জন্য পছন্দের উপহার কিনছে। রায়হান সুজন তার মাকে নিয়ে দেশী দশের নিপুনে শাড়ি কিনতে গিয়েছিলেন। তিনি বলেন, ‘সাধারণত ঈদের জন্য কেনাকাটা করতে আসলেও যেহেতু মা দিবস সামনে, তাই ভাবেছি মাকে একটি শাড়ি উপহার দিব। নিজে পছন্দ করে শাড়ি কিনছি মায়ের জন্য।’ নিপুণে রমজান মাস উপলক্ষে বিভিন্ন ছাড় চললেও মা দিবস উপলক্ষে কার্ডে চলছে ১৫ শতাংশ ছাড়। সাদাকালো মা দিবস উপলক্ষে বিশেষ ধরনের মগ এনেছে। সাদাকালোর সেলস ম্যানেজার সাব্বির জানালেন, অনেকেই এই মগ কিনছে মায়ের জন্য। ইনফিনিটি, ও অ্যাপেক্সের শোরুমেও চলছে মা দিবসের কেনাকাটা। জায়মা ও সুচিস্মিতা তাদের বাবাসহ এসেছে মায়ের জন্য স্যান্ডেল কিনতে। তারা বলেন, ‘আম্মু সবসময় আমাদের জন্য উপহার নিয়ে আসে। এই এবার মা দিবসে আম্মুর পছনের স্যান্ডেল কিনতে আব্বুকে নিয়ে চলে এসেছি।’ এপেক্সের বিক্রয়কর্মী আয়েশা জানান, ‘অধিকাংশই ঈদের জন্য কেনাকাটা করতে আসলেও মায়ের জন্য উপহার নিতে এসেছেন এমন সংখ্যাটা কমই।’

সাদাকালোতে পাওয়া যাচ্ছে মায়ের জন্য বিশেষ মগ
মায়ের জন্য মোবাইলের ব্যাক কাভার কিনতেও দেখা গেল অনেককে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া দীপম সাহার সঙ্গে কথা বলে জানা গেল, তিনি মায়ের জন্য পিতলের সিঁদুর কৌটা ও পিতলের চুলের কাটা উপহার হিসেবে নিয়েছেন। এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নীলিমা হোসেন তার মায়ের জন্য ফটোফ্রেম উপহার হিসেবে কিনতে এসেছিলেন। কী ধরনের উপহার মা পছন্দ করেন এর উত্তরে নীলিমা বলেন, ‘ছোটবেলায় মায়ের সঙ্গে প্রথম তোলা ছবিটি ফ্রেমে বাঁধাই করে মাকে গিফট হিসাবে দিতে চাই।’


অনলাইন প্রতিষ্ঠান কইন্যা মা দিবস উপলক্ষে সাজিয়েছে তাদের কালেকশন। এছাড়াও মায়ের পছন্দের যেকোনও উপহার কিনে ফেলতে পারেন অনলাইন থেকেও।