কোন গয়না কীভাবে পরিষ্কার করবেন

সঠিক যত্নে দীর্ঘদিন উজ্জ্বল ও ঝলমলে থাকে শখের গয়না। সোনা, রূপা বা পাথরের গয়না কীভাবে পরিষ্কার করবেন জেনে নিন।

clean-jewellery      

  • গয়না পরিষ্কার করার জন্য নরম কাপড় ব্যবহার করুন। সাবান ব্যবহার করতে চাইলে অবশ্যই কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করবেন।
  • রূপার গয়না পরিষ্কার করার জন্য নরম ব্রাশে সামান্য টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন।
  • কয়লা ও ওয়াশিং পাউডারের মিশ্রণ দিয়েও পরিষ্কার করতে পারেন রূপার গয়না।   
  • পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ব্রাশে লাগিয়ে পরিষ্কার করুন পাথরের গয়না।
  • গ্লাস ক্লিনার দিয়ে ডায়মন্ডের গহনা পরিষ্কার করুন।   
  • ব্যবহারের পর পরিষ্কার এবং শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন গয়না।  
  • সব গয়না একসঙ্গে রাখবেন না। সোনা, রূপা ও পাথরের গহনা রাখার জন্য আলাদা আলাদা বক্স ব্যবহার করুন।  
  • সুগন্ধি বা ক্রিম যেন গয়নার সংস্পর্শে না আসে সেদিকে নজর রাখবেন।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া