গৃহস্থালির টুকিটাকি টিপস

ঘর-গৃহস্থালি সামলাতে গিয়ে প্রায়ই পড়তে হয় নানা বিড়ম্বনায়। জেনে নিন দরকারি কিছু টিপস। এগুলো বাড়তি ঝক্কি কমাবে অনেকটাই।

tmg-slideshow_l

  • কাপড়ে তেলের দাগ লাগলে দাগের উপর সাদা চক ঘষে  তারপর ধুয়ে ফেলুন। তেলের দাগ চলে যাবে।
  • ডিম সেদ্ধ করার সময় আধা চামচ বেকিং সোডা দিয়ে দিন পানিতে। ডিমের খোসা ছাড়ানো সহজ হবে।
  • গাঢ় রঙের কাপড় ধোয়ার আগে ভিনেগার ও লবণের দ্রবণে ডুবিয়ে রাখুন ১৫ মিনিট। রঙ উঠবে না।
  • সবজি কাটার বোর্ড সাদা ভিনেগার দিয়ে মুছে নিন। তারপর পেঁয়াজ কাটুন। চোখে পানি আসবে না।
  • লেটুস পাতা কেটে মুখবন্ধ কাচের বয়ামে করে ফ্রিজে রেখে দিন। অনেকদিন তাজা থাকবে।
  • হালকা গরম পানিতে এক কাপ লবণ মিশিয়ে ভিজিয়ে রাখুন জিন্স। তাড়াতাড়ি পরিষ্কার হবে।   
  • ফ্রিজের ভেতর ছোট একটি বাটিতে ভিনেগার রেখে দিন। দুর্গন্ধ দূর হবে ফ্রিজের।
  • কার্পেটে তেলের দাগ লাগলে রাতে বেকিং সোডা ছিটিয়ে রেখে দিন। পরদিন পরিষ্কার করে ফেলুন।
  • কমলার খোসা ও লবঙ্গ একসঙ্গে জ্বাল দিলে রান্নাঘরের দুর্গন্ধ দূর হবে।