পাকা আমের মধুর রসে রঙিন হবে মুখ

‘পাকা আমের মধুর রসে রাঙিয়ে দেব মুখ’ স্লোগান সঙ্গে নিয়ে চলছে তহবিল সংগ্রহ। নিজ নিজ স্থান থেকে প্রচারণার পাশাপাশি স্বেচ্ছাসেবীরা হাতে তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করছেন। উদ্দেশ্য সুবিধাবঞ্চিত শিশুদের পাকা আমের স্বাদ নেওয়ার সুযোগ করে দেওয়া।

বিগত বছরের উৎসবের ছবি
দুইবেলা দুমুঠো খাবার যোগাতেই যাদের দিন চলে যায়, তাদের জন্য মৌসুমি ফল খাওয়া স্বপ্নের মতোই। পথশিশুদের এই স্বপ্ন পূরণ করতে অনলাইনভিত্তিক সংগঠন ‘আমরা খাঁটি গরিব’ ২০১০ সালে প্রথমবারের মতো আয়োজন করে আম উৎসবের। এরপর অনেকবারই পাকা আমের মধুর রসে শিশুদের মুখ হয়েছে রঙিন। তারই ধারাবাহিকতায় আগামী ৬ জুলাই ঢাকাসহ দেশের ৬ বিভাগে এক যোগে হবে আম উৎসব। চাইলে তহবিল সংগ্রহ করতে সাহায্য করে আপনিও অংশ হতে পারেন এই আনন্দের। ৩ জুলাই পর্যন্ত সাহায্য করা যাবে ব্যাংক, বিকাশ ও রকেট অ্যাকাউন্টের মাধ্যমে।

হাতে তৈরি জিনিস বিক্রি করে চলছে তহবিল সংগ্রহ
ব্যাংক
নাসিরুল আলম মণ্ডল (Nasirul Alam Mondol)
অ্যাকাউন্ট নাম্বার- ৫২০৭০০২১৪২৭১৩
সোনালি ব্যাংক, কালিগঞ্জ শাখা লালমনিরহাট
বিকাশ- ০১৬১২৪৬২৩৩৪
রকেট- ০১৭১২৪৬২৩৩৪০