বর্ষায় অন্দর থাকুক ফুরফুরে

বিরামহীন বৃষ্টি যখন বাইরে, অন্দরের পরিবেশও হয়ে পড়ে স্যাঁতসেঁতে। বৃষ্টির দিনে ঘরের ভ্যাপসা গন্ধ ও স্যাঁতসেঁতে ভাব দূর করতে মেনে চলুন কিছু টিপস।

clean-microwave-with-lemon

  • কয়েকটি লেবুর স্লাইস ২২৫ ডিগ্রিতে প্রি-হিট করা ওভেনে বেক করুন। এবার ওভেনের দরজা খুলে কয়েক ঘণ্টা রেখে দিন। ঘরের স্যাঁতসেতে গন্ধ চলে যাবে।
  • অল্প কয়েকটি এলাচ, দারুচিনি ও তেজপাতা পানিতে ফুটিয়ে নিন। ফুটে গেলে আঁচ হালকা করে বেশ কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখুন। রান্নাঘরে বেশ একটা ফুরফুরে ভাপ ছড়িয়ে পড়বে।
  • রান্নাঘর থেকে কাঁচা মাছের গন্ধ তাড়াতে চাইলে চুলায় অল্প অলিভ অয়েল দিন। ১ টুকরা দারুচিনি তেলে ফেলে আঁচ কমিয়ে রেখে দিন কিছুক্ষণ।
  • বর্ষাকালে কাপড় শুকাতে চায় না সহজে। রাতে ঘুমানোর সময় ঘরের মধ্যে রশি টাঙিয়ে কাপড় মেলে দিন। ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে।
  • সিংকের নেটে ১ কাপ ভিনেগার ও বেকিং সোডা মিশিয়ে ঢেলে দিন। আধঘন্টা পর পানি ঢেলে দিন। পোকামাকড় দূর হবে।
  • ওয়ারড্রবের কাপড়ের ভাঁজে ভাঁজে ন্যাপথালিন রেখে দিন। মাঝে মাঝে রোদে দিন উঠিয়ে রাখা কাপড়।
  • শুকনো ও ভেজা ময়লা আলাদা বাক্সে রাখুন। যেসব জিনিস সহজে পচে যায়, সেগুলোকে নিয়মিত বাইরে ফেলার ব্যবস্থা করুন। প্রতিবার নোংরা বাইরে ফেলে আসার পর অ্যান্টিব্যাকটেরিয়াল ক্লিনার দিয়ে ডাস্টবিন ধুয়ে, রোদে শুকিয়ে নিন। পাশাপাশি প্রতিবার ডাস্টবিন ব্যবহার করার আগে ডাস্টবিনের ভিতর অর্ধেক কাপ বোরক্স ছড়িয়ে নিন। আর সরাসরি বিন-এ নয়, ময়লা ফেলুন বিন-এর ভেতরে রাখা ডিসপোজাল গার্বেজ ব্যাগে।
  • এঁটো বাসন রাতেই ধুয়ে ফেলুন।
  • বাসন পরিষ্কার করার স্পঞ্জ প্রতি সপ্তাহে বদলে ফেলুন।

তথ্য: নিউজ এইটিন