সেমাইয়ের ক্রিমি কেক!

রান্নাঘরে ঢুকে গৃহিনীরা সহজ ও মজাদার কোনো আইটেম নিয়ে ভাবতে থাকেন। মজাদার হলেও সহজ আর হয় না। আর ডেজার্ট বানাতে তো কম বেশি সবাই নাকাল। তবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন সেমাইয়ের ক্রিমি কেক।cake of semai

উপকরণ:

 লাচ্ছা সেমাই-১ প্যাকেট

তরল দুধ ৪ কাপ

চিনি স্বাদ মতো

 কাস্টার্ড পাউডার ১ টেবিল চামচ

 নারকেল কোরানো ১/২ কাপ

 বাটার- ২ টেবল চামচ

কুচানো বাদাম ও খেজুর- ইচ্ছা মতো(পরিবেশনের জন্য)

গোলাপজল – সামান্য

প্রণালি:

লাচ্ছা সেমাই, নারকেল, চিনি বাটার দিয়ে ভেজে তুলে রাখুন। একটা পাত্রে দুধ জ্বাল দিন। দুধ ফুটে ৩ কাপ পরিমাণ হলে এতে কাস্টার্ড পাউডার, চিনি মিশিয়ে জ্বাল দিয়ে ক্রিমি খিরসা তৈরি করুন। এবার বেকিং মোল্ড এ ঘি ব্রাশ করুন। অর্ধেক সেমাই দিয়ে মোল্ডে একটি লেয়ার দিন, তার উপর খিরসার লেয়ার দিন। এর উপর বাকি সেমাইগুলো দিয়ে আরেকবার লেয়ার দিন।

একটি চুলায় চিনির সিরা করুন, এতে গোলাপ জল ও লেবুর রস দিন। এই সিরা সাজানো সেমাইয়ের ওপর ছড়িয়ে দিন। এবার ওভেনে বেক করুন ১৫ মিনিট ২০০-২৫০ ডিগ্রিতে। পরিবেশনের সময় কুঁচানো খেজুর ও বাদাম দিয়ে দিন।