কী উপহার দিচ্ছেন বন্ধুকে?

আগামীকাল বিশ্ব বন্ধু দিবস। আগস্টের প্রথম রবিবার বিশ্বজুড়ে পালিত হয় বন্ধুদের জন্য বিশেষ একটি দিন। এক সময় সুতার তৈরি ফ্রেন্ডশিপ ব্যান্ড বন্ধুর হাতে বেঁধে শুভেচ্ছা জানানোর প্রচলন ছিল চোখে পড়ার মতো। এখনও কিন্তু সেই আবেদন অমলিন। ফ্রেন্ডশিপ ব্যান্ডের পাশাপাশি ছোটখাট আরও কিছু উপহার দিতে পারেন বন্ধুকে। উপহার যাই হোক না কেন, সেটাতে যেন যত্ন ও ভালোবাসার প্রকাশ থাকে শতভাগ।

বন্ধুর জন্য কিনে ফেলুন উপহার

  • প্রিয় বন্ধুর জন্য হাতে তৈরি করে ফেলতে পারেন কার্ড। সেখানে লেখা থাকতে পারে বন্ধুত্বের চমৎকার কিছু শব্দগুচ্ছ।
  • ফুলে তোড়া হতে পারে উপহার। বন্ধুর পছন্দের ফুল দিয়ে সাজিয়ে ফেলুন তাজা ফুলের তোড়া।
  • ঘড়ি বা মানিব্যাগ হতে পারে বন্ধু দিবসের উপহার।
  • বন্ধুকে খাওয়াতে পারেন তার পছন্দের কোনও রেস্টুরেন্টে।
  • ছোট্ট একটি লকেট বা ছিমছাম কানের দুল হাতে তুলে দিতে পারেন বন্ধুর।
  • বন্ধুর সঙ্গে তোলা প্রিয় কোনও ছবি বাঁধাই করে উপহার হিসেবে দিতে পারেন।
  • বন্ধুর প্রয়োজনীয় যেকোনও কিছুই হতে পারে বিশেষ দিনের উপহার।
  • ঘর সাজানোর সামগ্রী দিতে পারেন উপহার হিসেবে।
  • মজার উক্তি সম্বলিত টিশার্ট দিতে পারেন বন্ধুকে।
  • বন্ধুর ছবি স্কেচ করে তাকে চমকে দিতে পারেন।
  • একটি টেডি বা চকলেট হতে পারে চমৎকার উপহার।
  • দিতে পারেন বন্ধুত্বের বাণী লেখা মগ।
  • একটি ছোট্ট মেমোরি বুক হতে পারে বন্ধু দিবসের উপহার। সেখানে সাজানো থাকবে বন্ধুত্বের স্মৃতি ও ছবি।
  • বন্ধু বই পড়তে পছন্দ করলে উপহার দিতে পারেন বই। 

ছবি: সাজ্জাদ হোসেন