বর্ষায় চুলের যত্ন

বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় চুলের গোড়া নরম হয়ে চুল ঝরে যায়। এছাড়া স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে প্রাণহীন হয়ে পড়ে চুল। জেনে নিন বর্ষায় কীভাবে যত্ন নেবেন চুলের। 

What-s-next-in-hair-care-Part-II-Brands-and-products_wrbm_large

  • বর্ষায় চুল ঝরে যাচ্ছে? চুলের যত্নে বানিয়ে নিন কলা, মধু ও নারকেল তেলের প্যাক। একটা আস্ত পাকা কলা চটকে তার সঙ্গে ২ চা চামচ মধু, ১ কাপ কাঁচা দুধ এবং ২ চা চামচ নারকেল তেল মিশিয়ে নিন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে মেখে ৩০ মিনিটের মতো রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন প্যাকটি।
  • চুল তেলচিটে হয়ে গেলে ২-৩টি ডিমের সাদা অংশের সঙ্গে ১ কাপ দুধ আর ১ কাপ টক দই মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এই প্যাক চুলে ৩০ মিনিট লাগিয়ে রাখুন। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য ওট, নারকেলের দুধ আর মধু মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ১ চা চামচ ওটসের সঙ্গে ২ চা চামচ মধু আর ১ কাপ কাঁচা দুধ মেশাবেন।

তথ্য: নিউজ এইটিন