দশ বছরের ‘দেশীদশ’

দেশীয় তাঁত ও কারুশিল্পীদের কাজ নিয়ে ২০১৯ সালে ২০ আগস্ট যাত্রা শুরু করেছিল ‘দেশীদশ।’ এরপর চলে গেছে দশটি বছর। বাংলাদেশের ফ্যাশন অনুরাগীদের ভালোবাসায় এই উদ্যোগ শাখা ছড়িয়েছে দেশের নানা প্রান্তে। বর্তমান এর মোট বিক্রয়কেন্দ্রের সংখ্যা ৬টি, ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, বগুড়া ও নারায়ণগঞ্জে রয়েছে দেশীদশ। দেশীয় ফ্যাশনশিল্পের অন্যতম ১০টি ফ্যাশন হাউজ- নিপুণ, কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি দেশীদশ-এর সদস্য।

thumbnail

গুলশান শো রুমে দেশীদশের উদ্যোক্তারা কেক কেটে অনাড়ম্বরভাবে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন এবং দেশীয় ফ্যাশনকে এগিয়ে নিতে সকলের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। দেশীদশের উদ্যোক্তারা জানান, ১০ বছর পূর্তির উপলক্ষে বসুন্ধরা সিটির দেশীদশ নতুন সাজে সাজবে। এই সংস্কার ও নতুন করে ডেকোরেশনের জন্যে বেশ কিছুদিন বন্ধ থাকবে এই শো রুমটি। অন্য শো রুমগুলো যথারীতি খোলা থাকবে।