লবণের ব্যতিক্রমী যত ব্যবহার

লবণ কাজে লাগাতে পারেন রূপচর্চায় ও গৃহস্থালি কাজে। জেনে নিন লবণের কিছু ব্যতিক্রমী ও প্রয়োজনীয় ব্যবহার সম্পর্কে। 

ডিম নষ্ট হয়েছে কিনা বুঝতে সাহায্য করবে

  • একটি গ্লাসে পানি নিয়ে ২ টেবিল চামচ লবণ মেশান। লবণ-পানিতে ডিম ছেড়ে দিন। যদি ডিম ডুবে যায় তবে খান। যদি ভেসে থাকে, বুঝবেন ডিম নষ্ট!
  • ডেনিম পুরনো ও ফ্যাঁকাসে হয়ে গেছে? লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ফিরে আসবে আগের মতো উজ্জ্বল রঙ।

পুরনো ডেনিমে রঙ ফেরাবে

  • ঘর সাজানোর আর্টিফিশিয়াল ফুল পরিষ্কারের জন্য ব্যবহার করুন লবণ। একটি ব্যাগে লবণ ও ফুল নিয়ে কিছুক্ষণ ঝাঁকান। বের করে মুছে ফেলুন।
  • কাচের গ্লাস অথবা মগ থেকে লিপস্টিকের দাগ দূর করার জন্য সামান্য লবণ ঘষে পরিষ্কার করুন।
  • হাত সামান্য ভিজিয়ে মোটা দানার লবণ ঘষে নিন। দূর হবে মরা চামড়া।

আর্টিফিশিয়াল ফুল পরিষ্কার করবে

  • টুথব্রাশে পেস্ট নিয়ে উপরে সামান্য লবণ ছিটিয়ে নিন। দাঁতের হলদে দাগ দূর হবে।
  • ভেজা চুলের গোড়ায় লবণ ম্যাসাজ করুন কয়েক মিনিট। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দূর হবে খুশকি।
  • কাঠের আসবাব থেকে পানির সাদাটে দাগ দূর করতে সামান্য লবণ ছিটিয়ে ভেজা স্পঞ্জ দিয়ে মুছে নিন।

বেসিনের পাইপ পরিষ্কার করবে

  • নতুন কেনা টুথব্রাশ ব্যবহারের আগে কয়েক ঘণ্টা লবণ-পানিতে ভিজিয়ে রাখুন। অনেকদিন পর্যন্ত ভালো থাকবে ব্রাশ।
  • বেসিনের পাইপে ময়লা জমেছে? আধা কাপ লবণ ফেলে দিন নেটের উপর। কিছুক্ষণ পর গরম পানি ঢেলে দিন।

তথ্য: ব্রাইট সাইড