ত্বক উজ্জ্বল করে কাঁচা দুধের প্যাক

ত্বকের রোদে পোড়া দাগ থেকে মুক্তি পেতে কাঁচা দুধের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এছাড়া বলিরেখা দূর করতেও অনন্য দুধ। জেনে নিন ত্বকের যত্নে দুধের ফেসপ্যাক কীভাবে ব্যবহার করবেন।

glowingskin-lemonmilk
বলিরেখা দূর করতে
৫-৬টি কাঠবাদাম এবং ৫-৬টি খেজুর কাঁচা দুধে ১ ঘন্টা ভিজিয়ে রাখুন। মিক্সারের সাহায্য তিন উপকরণ পেস্ট করে নিন। মুখ ও গলার ত্বকে এই পেস্ট লাগিয়ে রাখুন ১৫ থেকে ২০ মিনিট। পানি দিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
ত্বক উজ্জ্বল করতে
কাঁচা দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড যা ত্বক উজ্জ্বল করে প্রাকৃতিকভাবে। এটি ত্বকে  টায়রোসিন হরমোনের রসক্ষরণ কমাতে সাহায্য করে। ১ চা চামচ লেবুর রসে কাঁচা দুধ মেশান। গোলাপজল দিন কয়েক ফোঁটা। মুখ এবং গলায় এই মিশ্রণটি লাগিয়ে রাখুন ১৫ মিনিট। ত্বক ধুয়ে ফেলুন পানি দিয়ে।
দুধের সঙ্গে ১ চিমটি হলুদ ও ১ চা চামচ মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করলেও উজ্জ্বল ও নরম হবে ত্বক।