মচমচে নিমকি বানাবেন যেভাবে

গরম চায়ের সঙ্গে মচমচে নিমকি বেশ সুস্বাদু। নিমকি খুব সহজে বাসায়ই বানিয়ে ফেলা যায়। জেনে নিন কীভাবে বানাবেন।

29873328_2150482028513838_752499603524684203_o
উপকরণ
ময়দা- দেড় কাপ  
কালোজিরা- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
মাখন- ৩-৪ টেবিল চামচ
তরল দুধ- প্রয়োজন মতো
প্রস্তুত প্রণালি
বড় বাটিতে ময়দা নিয়ে কালোজিরা, লবণ ও বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। অল্প অল্প করে দুধ মেশান। খামির রুটি বানানোর খামিরের মতো হবে, বেশি শক্ত বা নরম হবে না। খামির তৈরি হলে উপরে খানিকটা বাটার মেখে আধা ঘণ্টার জন্য রেখে দিন। আধা ঘণ্টা পর আবার মেখে নিন খামির।
খামির থেকে কিছু অংশ ছিঁড়ে পাতলা রুটি বানান। রুটি মাঝ বরাবর ভাঁজ করে মিলিয়ে দিন। আরেক সাইড ভাঁজ করে ত্রিকোণ আকৃতি করুন। প্যানে তেল গরম করে মাঝারি আঁচে ভেজে নিন নিমকি।

রেসিপি ও ছবি: রাবিয়া’স হাউজ