ঘর সাজাতে আলোর কারসাজি

উৎসবে-আয়োজনে শুধু নয়, যেকোনো সময় ঘর সাজাতে আলো হলে একটা ভিন্ন মাত্রা আসে। মোমবাতি, কুপি, হারিক্যান, প্রদীপ ল্যাম্প যেটাই বলুন না কেন, আলোর সৌন্দর্যই আলাদা। জেনে নিন কেমন করে আলো দিয়ে সাজাবেন...lamp

১) ড্রয়িং রুম বড় হলে চার কোনায় চারটি ল্যাম্প রাখতে পারেন।

২) সোফার টেবিলের ওপর রাখতে পারেন মাটির ঢাকনা দেওয়া ল্যাম্প।

৩)শোবার ঘরে খাটের পাশে রাখতে পারেন ১-দেড় ফুট উচ্চতার বাতি।

৪) ড্রয়িং রুম থেকে শোবার ঘরের বাতি হতে পারে রঙিন।

৫) দেওয়ালের রঙ ও ঘরের আসবাবের রঙ দেখে নিয়ে উজ্জ্বল রঙের বাতি জ্বালানো উচিত।

৬) উৎসব আয়োজনে প্রদীপ দিতে চাইলে ঘরের ঠিক মাঝ বরাবর বা কোণায় দিন।

৭) আজকাল ইলেক্ট্রিক বা ব্যাটারি চালিত প্রদীপ পাওয়া যায়, এতে আগুণ লেগে যাওয়ার ভয় থাকে না।

৮) ছোট ছোট এক রঙা ল্যাম্প ঝোলাতে পারেন বারান্দার দরজায় কিংবা ঘরের প্রবেশ পথে। এই আলো মন ভালো করে দেবে।

/এফএএন/