চুল পড়া বন্ধে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন যেভাবে

চুল ঝরে পড়া কিংবা রুক্ষ চুলের সমস্যায় যারা ভুগছেন, তারা নিয়মিত চুলে ব্যবহার করুন ক্যাস্টর অয়েল। তবে আঠালো এই তেল ব্যবহার নিয়ে অনেকেই পড়েন বিড়ম্বনায়। চুলের যত্নে কীভাবে এই তেল ব্যবহার করবেন জেনে নিন। চুল পড়া বন্ধ করার পাশাপাশি ক্যাস্টর অয়েল নতুন চুল গজাতেও সাহায্য করে।

5.-Castor-Oil-Coconut-Oil-And-Egg

  • ১ চা চামচ ক্যাস্টর অয়েলের সঙ্গে পছন্দের যেকোনও এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন কয়েক ফোঁটা। মিশ্রণটি রাতে ঘুমানোর আগে চুলে ভালো করে ম্যাসাজ করুন। পরদিন সকালে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন।
  • ১টি ডিম ফেটিয়ে ১ টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে রাখুন। ৪০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারেন প্যাকটি।
  • সমপরিমাণ ক্যাস্টর অয়েল ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে সামান্য গরম করে নিন। কুসুম গরম তেল চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করুন। ১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • ১ টেবিল চামচ করে ক্যাস্টর অয়েল, নারকেল তেল ও আমন্ড অয়েল মেশান। ২টি ভিটামিন ই ক্যাপসুলের তেল দিয়ে দিন। জবা ফুলের ১৫টি পাপড়ি ছেঁচে তেলের মিশ্রণে রেখে দিন পুরো রাত। পরদিন ব্লেন্ড করে চুলে ব্যবহার করুন। ৪৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • ১ চা চামচ মধু, ১ চা চামচ অ্যালোভেরা জেল ও ১ চা চামচ ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ১ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন চুল।

তথ্য: গ্লো পিঙ্ক