কোঁকড়া চুলের যত্নে

কোঁকড়া চুল সামলানো বেশ মুশকিল। এছাড়া কোঁকড়া চুল পরিষ্কার করাও বেশ ঝক্কির কাজ। সামান্য অযত্নেই এ ধরনের চুল দ্রুত রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে।  জেনে নিন কোঁকড়া চুলের যত্নে কী করবেন, কী করবেন না।

98786352ab62965a07c516ba5d449e8a_XL

  • কোঁকড়া চুল ঝলমলে রাখতে সপ্তাহে একবার অবশ্যই তেল ম্যাসাজ করুন। নারকেল তেল অথবা অলিভ অয়েল সামান্য গরম করে ঘষে ঘষে লাগান চুলের আগা থেকে গোড়া পর্যন্ত। ৩৫ থেকে ৪০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • হটঅয়েল ট্রিটমেন্টের পাশাপাশি স্টিম নিতে পারেন সপ্তাহে একবার। এজন্য তেল ম্যাসাজের পর গরম তোয়ালে দিয়ে চুল আটকে রাখুন কিছুক্ষণ।
  • কোঁকড়া চুলের জন্য কন্ডিশনার ব্যবহার খুবই জরুরি। শ্যাম্পু শেষে ২ থেকে ৫ মিনিট কন্ডিশনার দিয়ে অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন।
  • টাওয়েলের বদলে পুরনো টি শার্ট দিয়ে চুল মুছুন। কখনও আঘাত দিয়ে চুল ঝাড়বেন না। এতে চুল ভেঙে যায়।  
  • মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন।
  • কখনও ভেজা চুল আঁচড়াবেন না।
  • বালিশে সিল্কের কভার ব্যবহার করুন।
  • নিয়মিত প্রোটিন ট্রিটমেন্ট জরুরি। সপ্তাহে একদিন অবশ্যই ঘরে তৈরি হেয়ার প্যাক ব্যবহার করুন।  
  • স্ট্রেইটনার, হেয়ার ড্রায়ার বা চুলে কৃত্রিম রঙ ব্যবহার থেকে বিরত থাকুন। এগুলো খুব দ্রুত চুল রুক্ষ করে তোলে।

তথ্য: বোল্ডস্কাই