বরফে দূর হবে সানবার্ন

ত্বকের যত্নে বরফ ব্যবহার করতে পারেন। এটি যেমন ত্বকে নিয়ে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা, তেমনি রোদে পোড়া দাগ দূর করতেও কার্যকর এটি। বরফের ট্রেতে গ্রিন টি ও পুদিনা পাতা জমিয়ে নিতে পারেন। আবার শসার টুকরা দিয়েও বানিয়ে নিতে পারেন বরফ। জেনে নিন কীভাবে ত্বকের যত্নে বরফ ব্যবহার করবেন।

Ice-Pack-with-Green-Tea-1

  • প্রতিদিন ত্বকের পুড়ে যাওয়া অংশে বরফ ঘষুন। ধীরে ধীরে কমে যাবে দাগ।
  • চোখের ফোলা ভাব কমাতে পাতলা কাপড়ে বরফ মুড়ে কয়েক মিনিট রেখে দিন চোখের উপর।
  • ত্বকে ঝটপট ঔজ্জ্বল্য নিয়ে আসতে বরফ পাতলা কাপড়ে মুড়ে ত্বকে ঘষুন চক্রাকারে।
  • ব্রণের ব্যথা ও চুলকানি কমাতে বরফ ঘষে নিন।
  • মেকআপ দীর্ঘস্থায়ী করতে ফাউন্ডেশন ব্যবহারের আগে বরফ ঘষে নিন ত্বকে।
  • ত্বক অতিরিক্ত তেলতেলে যাদের, তারা বরফ ঘষে নিলে উপকার পাবেন।

তথ্য: স্টাইল ক্রেজ