চক দিয়ে যত কিছু

কেবল ব্ল্যাকবোর্ডেই যে চকের তেলেসমাতি দেখা যায় এমন নয়। গৃহস্থালি কাজেও কিন্তু এর রয়েছে অনেক ব্যবহার। জেনে নিন চকের সাহায্যে আরও কী কী করতে পারেন।  

15118922-39360960-23d33df6fe81d6d300d175151f431e98b9640178-1500-1-1566824460-728-1f764e7bed-1567079854

  • সাদা পোশাকে তেলের দাগ লেগেছে? একটি চক ঘষে নিন দাগের উপর। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। দূর হবে দাগ।
  • রূপার গয়না দীর্ঘদিন রেখে দিলে কালচে হয়ে যায়। এ সমস্যা থেকে দূরে থাকতে গয়নার বাক্সে চক রেখে দিন।
  • চামচ বা স্টেইললেস স্টিল যেখানে সংরক্ষণ করবেন, সেখানে কয়েক টুকরা চক রেখে দিন। জং ধরবে না এগুলোতে।

15118923-42352310-2808f57559d4b2e7a0ea1acfd9fe44555864128d-1567079725-1200-1-1567079725-728-5bd31c2c8c-1567079854

  • ওয়ারড্রব বা লন্ড্রি ব্যাগে কয়েক টুকরা চক রেখে দিন ভ্যাপসা গন্ধ হবে না কাপড়ে।
  • ধাতব জিনিসে মরিচা পড়ে যায়। এগুলোকে ময়েশ্চার থেকে দূরে রাখতে চক রেখে দিন বাক্সে।
  • চক দিয়ে দাগ এঁকে নিন জানালার পাশে বা রান্নাঘরের সীমানায়। পিঁপড়া ও পোকামাকড় আসবে না।
  • সাদা পোশাক কিছুদিন ব্যবহার করলে হলদে হয়ে যায়। পোশাক থেকে এ ধরনের হলদে ভাব দূর করতে পরিষ্কার করার আগে চক ঘষে নিন।

তথ্য: ব্রাইট সাইড