চলছে ‘স্টুডিও ৪৮’ এর দলীয় শিল্পকর্ম প্রদর্শনী

বসিলা ব্রিজ সংলগ্ন ‘স্টুডিও ৪৮’ এর নিজস্ব গ্যালারি ও স্টুডিওতে শুরু হয়েছে আট দিনব্যাপী দলীয় শিল্পকর্ম প্রদর্শনী ‘লাভ অ্যান্ড হোপ, হোপ অ্যান্ড লাভ।’

প্রদর্শনীর ছবি এ
প্রদর্শনীতে নবীন ও প্রবীণ মিলিয়ে ২০ জন শিল্পীর কাজ স্থান পেয়েছে। শিল্পীরা অ্যাক্রেলিক, জলরঙ ও মিশ্র মাধ্যমে কাজগুলো করেছেন। প্রকৃতি ও সমসাময়িক বিষয়, মানবাকৃতি বা মুখাবয়ব এবং লোকশিল্পকে উপজীব্য করে চিত্রিত হয়েছে শিল্পীদের ক্যানভাস। বেশিরভাগ কাজের মধ্যে শিল্পীদের নিজস্ব চিন্তাধারা ও নিরীক্ষার প্রবণতা প্রতিফলিত হয়েছে। অংশগ্রহণকারী শিল্পীরা হচ্ছেন রশিদ আমিন, রাশেদুল হুদা, আলপ্তগীণ তুষার, অনুকূল মজুমদার, ফাহমিদা এনাম কাকলী, রাশেদ সুখন, নাজমুন নাহার কেয়া, ময়েজুদ্দিন লিটন, নারগিস আক্তার লতা, তারেক আমিন, সৌরভ চৌধুরী, মানিক বনিক, মনজুর রশিদ, খালেকুজ্জামান শিমুল, নাঈমূজ্জামাণ ভূঁইয়া, কাব্য কারিম, তাজরিয়ান তাবাসসুম, ফাহিম চৌধুরী, তর্পণ পাল এবং শ্রীকান্ত রয় সুবীর।

প্রদর্শনীর ছবি (46)
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী, মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন আবুল বারক আলভী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিত্রসমালোচক মঈনুদ্দিন খালেদ। প্রদর্শনীটি চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।

শিল্পকর্ম সৌরভ চৌধুরী
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বের ‘স্টুডিও ৪৮’ এর উদ্যোগে আয়োজিত হয়েছিলো দিনব্যাপী আর্ট ক্যাম্প। ক্যাম্পে করা শিল্পকর্মগুলো নিয়েই এই দলীয় প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।