আঠালো খুশকি দূর করবেন যেভাবে

ঝরঝরে খুশকি দূর করা সহজ হলেও বড় আকারের আঠালো খুশকি চুল থেকে দূর করা দুঃসাধ্য। এই ধরনের আঠালো খুশকি দূর করতে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন।

home-remedies-for-dandruff-lemon-juice-lemons-juice-for-hair_1486023959_1500295167

  • অ্যালোভেরা জেল চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। গরম পানিতে তোয়ালে ডুবিয়ে নিংড়ে নিন। ভেজা তোয়ালে চুলে জড়িয়ে রাখুন ১ ঘণ্টা। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার ব্যবহার করুন।
  • সপ্তাহে একবার আপেল সিডার ভিনেগার ম্যাসাজ করুন চুলের গোড়ায়। ১০ মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।
  • সমপরিমাণ লেবুর রস ও আমলকীর রস মিশিয়ে ম্যাসাজ করুন মাথার ত্বকে। ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে ফল পাবেন দ্রুত।
  • বেকিং সোডার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ১০ মিনিট। শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবারের বেশি ব্যবহার করবেন না।
  • মেথি সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন বেটে চুলে লাগান। আধা ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন।

তথ্য: স্টাইল ক্রেজ