পানির ট্যাংক জীবাণুমুক্ত করবেন?

পুরো বাড়ির পানিতে জীবাণু জমে মূলত চার জায়গায়। ছাদের উপরের (ওভারহেড) ট্যাংক, বাড়ির নিচের (আন্ডারগ্রাউন্ড) ট্যাংক, সম্পূর্ণ বাড়ির পাইপ লাইন এবং সার্ভিস লাইন। আর এই চারটি জায়গা পুরোপুরি পরিষ্কার করার অফার দিচ্ছে ‘ক্লিন ফোর্স।’ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পানি পরিষ্কার নীতির আটটি ধাপ মেনে বাড়ির পানি জীবাণুমুক্ত করবে এই প্রতিষ্ঠান। এতে খরচ পড়বে ৮ হাজার ৪৯৯ টাকা।

44294082_349233879161177_7270465972325056512_o
আপাতত কেবল ঢাকাবাসীর জন্যই থাকছে ক্লিন ফোর্সের সেবা। মোহাম্মাদপুর ও উত্তরার সার্ভিস স্টেশন বা ফেসবুক পেইজে যোগাযোগ করে নিতে পারেন তাদের সেবা।