ত্বকের যত্নে দারুচিনি ব্যবহার করবেন যেভাবে

অ্যান্টি-অক্সিডেন্টসে ভরপুর দারুচিনি ত্বকের যত্নে অনন্য। অ্যান্টি-ব্যাক্টেরিয়াল, অ্যান্টি-সেপ্টিক, অ্যান্টি-ইনফ্ল্যামেটারি উপাদানে সমৃদ্ধ এই মসলা যেমন ব্রণ দূর করতে কার্যকর, তেমনি ত্বকের কালচে দাগ দূর করতেও এর জুড়ি নেই।

images

  • সামান্য দারুচিনির গুঁড়া এবং মধু মিশিয়ে একসঙ্গে মিশিয়ে ব্রণের উপর লাগিয়ে রাখুন। সারারাত রেখে পরদিন ধুয়ে ফেলুন।
  • ত্বকের মরা চামড়া দূর করতে দারুচিনির জুড়ি নেই। সামান্য টকদইয়ের সঙ্গে অল্প দারুচিনি গুঁড়া মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। এতে ত্বকের রন্ধ্রের ভেতর জমে থাকা ময়লা দূর হবে।
  • ত্বক উজ্জ্বল করতে ১ চা চামচ দারুচিনি গুঁড়া, ২ চা চামচ টক দই এবং সামান্য লেবুর রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। ১৫-২০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ত্বকের ছোপ ছোপ দাগ দূর করতে দারুচিনি গুঁড়া এবং চন্দনবাটা একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট রেখে অথবা মিশ্রণ শুকিয়ে যাওয়া অবধি রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • দারুচিনি পানিতে ফুটিয়ে পানি ঠাণ্ডা করে নিন। টোনার হিসেবে ব্যবহার করুন এই পানি। বলিরেখা দূর হবে।