লিট ফেস্টে শিশুদের জমজমাট আয়োজন

ঢাকা লিট ফেস্টে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন সেশনের আয়োজন করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) ঢাকা লিট ফেস্টের শেষ দিনের সকালে নজরুল মঞ্চে একটি শিশুতোষ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটির নাম ‘সাগর তীরে’।

74693537_541476233332808_3012382970699841536_n
উন্মোচনের পর লেখক নাজিয়া জেবীন বই থেকে শিশুদের গল্প পড়ে শোনান। উন্মোচনের সময় বইটির প্রকাশক মিথিয়া ওসমান এবং মুদ্রণকারী মৌমিতা শিকদার উপস্থিত ছিলেন। একই মঞ্চে পরবর্তীতে ‘দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম’ বইয়ের লেখক নন্দিতা খান বইটি থেকে শিশুদের গল্প পড়ে শোনান। এসময় বইটির মুদ্রণকারী শাফরিন ইসলামও উপস্থিত ছিলেন।
পরবর্তীতে আবারও একই মঞ্চে ওঠেন কার্টিস জবলিং। তিনি শিশুদের বিভিন্ন শব্দজট ও ছবির মাধ্যমে নানা জিনিস শেখান। কয়েকটি গল্পের সঙ্গে অভিনয় করেও দেখান। এসময় শিশুরাও তার বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনটি সেশেনেই শিশুদের উপস্থিতি ছিল সাড়া জাগানোর মতো। সেশনে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিল আয়োজনে।