শীতের জুতসই ফেসিয়াল সিরাম

শীতকালে মজাদার সবজি, মাছ, গুড় বাজারে পাওয়া গেলেও এই ঋতুর শুষ্কতা ত্বকের জন্য একদমই আরামদায়ক নয়। এই সময় ত্বকের চাই বাড়তি যত্ন। নতুবা খসখসে ত্বকের যন্ত্রণা আপনাকে জ্বালাবে। তাই জেনে নিন ঘরেই কী করে বানাবেন ফেসিয়াল সিরাম। এতে ত্বক হবে কোমল ও ঝলমলে...oil-leaves-1-760x506

১) গ্লিসারিন- আধা চামচ

২) অ্যালোভেরা জেল-৩ চামচ 

৩) ভিটামিন-ই ক্যাপসুল- ৩টি 

৪) গোলাপ জল-১ চামচ 

৫) আমন্ড তেল- ২ চামচ 

৬) নারকেল তেল- ১ চামচ

এবার ক্যাপসুল খুলে ওষুধ বের করে, উপরের বাকি সব উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। চাইলে ব্লেন্ডারেও দিতে পারেন। এবার একটি পরিস্কার কৌটায় এই সিরাম সংরক্ষণ করুন। যখন খুশি তখন লোশনের মতো মুখে মেখে ফেলুন। হাত-পায়েও ব্যবহার করতে পারেন।  

সূত্র: জিনিউজ।