কলা ও খোসার যত ব্যবহার

কলার খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। আবার কলা দিয়েও করা যায় রূপ ও চুলচর্চা। জেনে নিন কলা ও কলার খোসার ব্যতিক্রমী কিছু ব্যবহার।   

aid1276925-v4-1200px-Make-Fertilizer-from-Banana-Peels-Step-4

  • ফসফরাস ও পটাশিয়াম সমৃদ্ধ আলুর খোসা গাছের চমৎকার সার হিসেবে কাজ করে।
  • দাঁতের হলদে ভাব দূর করার জন্য প্রতিদিন কলার খোসার ভেতরের অংশ দিয়ে দাঁত ঘষুন দুই মিনিট।
  • কলা চটকে চুলের আগায় লাগিয়ে রাখুন। ফাটবে না আগা।
  • ইনডোর প্ল্যান্টের পাতায় ময়লা জমলে কলার খোসা ঘষে নিন। নিমিষেই হয়ে যাবে ঝকঝকে।

banana-shoe-shine-myth_jymcvu

  • চামড়ার ব্যাগ বা জুতা পরিষ্কার করতে চাইলে ঘষে নিন কলার খোসার ভেতরের অংশ।
  • মাংস রান্নার সময় সামান্য কলার খোসার টুকরা দিয়ে দিন। দ্রুত সেদ্ধ হবে মাংস।
  • কলা চটকে মধু মিশিয়ে ব্যবহার করুন ত্বকের যত্নে।

তথ্য: রিডার্স ডাইজেস্ট