বিজয় সপ্তাহ উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিজয় দিবসের সপ্তাহে ঢাকা রিজেন্সি হোটেল  ও রিসোর্ট আয়োজন করেছিল শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বার্ষিক অনুষ্ঠান ‘ঢাকা রিজেন্সি শিশু বিজয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ এই নিয়ে চতুর্থবারের মতো আয়োজিত হলো। প্রতিযোগিতায় ৫ থেকে ১২ বছর বয়সী ১৫০ জন শিশু দুটো বিভাগে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা চিত্র অঙ্কনের মাধ্যমে প্রদর্শন করে বিজয় দিবসের অনুভূতি। 

_MG_5980
আয়োজনের টাইটেল স্পনসর ছিল আরএফএল রেইনবো পেইন্টস্‌। দুটো বিভাগে তিনজন করে বিজয়ী ঘোষণা করা হয়। বিচারকমণ্ডলী হিসেবে ছিলেন ঢাকা রিজেন্সির নির্বাহী পরিচালক শাহিদ হামিদ এফ আই এইচ, কার্য-পরিচালক আশেকুর রাসুল, বিপণন যোগাযোগ পরিচালক জাইরীন সুলতানা লুপা এবং প্রাণ আরএফএল এর ভিজ্যুয়াল আর্টিস্ট পার্থ প্রতিন কুণ্ঠ।  সকল প্রতিযোগীদেরকে টাইটেল স্পনসর আর এফএলরেইনবো পেইন্টস্‌, ক্রিয়েটিভ পার্টনার ফেবর ক্যাস্টেল, ব্রেক-টাইম পার্টনার বম্বে সুইটস্‌, আইসক্রিম পার্টনার ঈগলু ও বেভারেজ পার্টনার কোকাকোলা থেকে পুরস্কৃত করা হয়।