ক্যানড টুনা রাঁধবেন যেভাবে

সুপার শপগুলোতে ক্যানড টুনা পাওয়া যায়। হাতে সময় না থাকলে প্রসেস করা এসব টুনা ক্যান কিন্তু বেশ কাজে আসতে পারে। জেনে নিন ক্যানের টুনা কীভাবে দোপেঁয়াজা করবেন। 

single pic template-1
উপকরণ
টুনা- ১ ক্যান
টমেটো- ৩টি (কুচি)
পেঁয়াজ- ২টি (কুচি)
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ
তেল- ৩ টেবিল চামচ
কাঁচামরিচ- ২টি (কুচি)
চিলি ফ্লেক্স- আধা চা চামচ
মেথি- সামান্য
হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
লবণ- স্বাদ মতো
ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
টুনা ক্যান থেকে বের করে কাঁটাচামচ দিয়ে নেড়েচেড়ে নিন। চুলায় প্যান দিয়ে তেল গরম করুন। গরম তেলে পেঁয়াজ কুচি ভাজুন দুই মিনিট। আদা ও রসুন বাটা দিন। গোলমরিচ গুঁড়া, মরিচ গুঁড়া, মেথি, চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন মসলা। টমেটো ও কাঁচামরিচ কুচি দিয়ে নেড়েচেড়ে স্বাদ মতো লবণ দিন। কম আঁচে প্যান ঢেকে রাখুন কয়েক মিনিট। টমেটো নরম হয়ে গেলে টুনা মাছ দিয়ে দিন। নেড়ে নিন ভালো করে। জ্বাল কমিয়ে কয়েক মিনিট ঢেকে রাখুন প্যান। ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন মজাদার টুনা দোপেঁয়াজা।