চুল বাড়বে আলুর রসে

চুল বাড়ছে না? আলুর রসের হেয়ার প্যাক ব্যবহার করুন নিয়মিত। চুল তো বাড়বেই, পাশাপাশি ঝলমলে ও মজবুত হবে চুল। চুল পড়া বন্ধ করতেও আলুর রসের ভূমিকা অনেক।

potato-juice-2

  • আলুর রস সরাসরি লাগান চুলের গোড়ায়। কিছুক্ষণ ম্যাসাজ করে অপেক্ষা করুন আধা ঘণ্টা। ধুয়ে ফেলুন কুসুম গরম পানি ও শ্যাম্পু দিয়ে।
  • অর্ধেকটি আলু রস করে নিন। এবার ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ৩০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলুন।
  • একটি ছোট সাইজের আলু ও একটি ছোট সাইজের পেঁয়াজ রস করে একসঙ্গে মেশান। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • ৩টি আলু রস করে নিন। একটি ডিমের কুসুম ও ১ চা চামচ মধু মিশিয়ে নিন আলুর রসের সঙ্গে। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ৪০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।