উপকারী ফলের খোসা

বিভিন্ন ফলের খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন গৃহস্থালি প্রয়োজনে। এছাড়া খাবারের স্বাদ বাড়াতেও স্বাস্থ্যকর এসব খোসার জুড়ি মেলা ভার।

img80931.1426x713
লেবুর খোসা
স্টেইনলেস স্টিল ঝকঝকে করতে লেবুর খোসা ঘষে নিন। এছাড়া কেটলি পরিষ্কার করতে চাইলে কয়েক টুকরা লেবুর খোসা পানি দিয়ে ফুটিয়ে নিন কেটলিতে। ফ্রিজের দুর্গন্ধ দূর করতেও লেবুর খোসা ব্যবহার করা যায়। এজন্য একটি বাটিতে লেবুর খোসা কুচি রেখে দিন ফ্রিজে।
আপেলের খোসা
আপেলের খোসা দিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু জেলি। সকালের নাস্তায় রুটির সঙ্গে খান স্বাস্থ্যকর এই জেলি।
কলার খোসা
চামড়ার জুতা বা ব্যাগ পরিষ্কার করতে ব্যবহার করুন কলার খোসা। এছাড়া এটি দাঁত ঝকঝকে করতেও কার্যকর। ত্বকের যত্নে ব্যবহার করা যায় এটি।
কমলার খোসা
কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে ব্যবহার করতে পারেন ফেসপ্যাকে। এছাড়া কুচি করে দেওয়া যায় তরকারি অথবা সালাদে।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া