চোখের পাপড়ি পড়ে যাচ্ছে?

shutterstock_50402491

 

ঘন কালো চোখের পাপড়ি চোখের সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেকাংশে। তবে অনেকেই ভোগেন চোখের পাপড়ি পড়ে যাওয়ার সমস্যায়। এ সমস্যা হতে পারে বিভিন্ন কারণে। মেয়াদ চলে যাওয়া প্রসাধনী ব্যবহার, অস্বাস্থ্যকর খাদ্যাভাস, থাইরয়েড পাপড়ি পড়ে যাওয়ার অন্যতম কারণ। চোখের পাপড়ি পড়ে গেলে খানিকটা বাড়তি যত্ন নিন তাদের-

রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের পাপড়িতে ক্যাস্টর অয়েল লাগান। সকালে ধুয়ে ফেলুন।

প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন-ই, ভিতামিন-সি, ম্যাগনেসিয়াম এবং জিংক এর উপস্থিতি নিশ্চিত করুন। 
রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের মেকআপ তুলতে ভুলবেন না।

প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করুন।

 

/এনএ/