মেকআপে ন্যাচারাল লুক আনুন ৪ উপায়ে

অতিরিক্ত মেকআপ নয়, ন্যাচারাল মেকআপেই কিন্তু থাকতে পারেন সুন্দর। বেইজ মেকআপে কয়েকটি সহজ টিপস অনুসরণ করে পেতে পারেন ন্যাচারাল লুক। জেনে নিন সেগুলো কী কী।   

Beauty-woman-applying-makeup.-Beautiful-girl-looking-in-the-mirror-and-applying-cosmetic-with-a-big-brush.-Girl-gets-blush-on-the-cheekbones.-Powder-rouge
ময়েশ্চারাইজ
ত্বক শুষ্ক থাকলে মেকআপ বসবে না সহজে। তাই মেকআপ শুরুর আগে অবশ্যই ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।  
কনসিলার
প্রাইমার ব্যবহারের পর কনসিলার ব্যবহার করুন। কেবল ডার্ক সার্কেলের উপর না লাগিয়ে কনসিলার দিয়ে চোখ এঁকে নিন ত্রিকোণ করে। এতে চেহারা ভরাট দেখাবে। এছাড়া ঠোঁটের আশেপাশে বা দাগের উপর লাগিয়ে নিন এটি।
ফাউন্ডেশন
অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহার করবেন না। আঙুলে অল্প ফাউন্ডেশন নিয়ে ফোঁটা ফোঁটা করে ত্বকে লাগান। খুব ভালো করে মিশিয়ে নিন ত্বকের সাথে। প্রয়োজনে স্পঞ্জ বা ব্রাশ ব্যবহার করুন।
ব্লাশ
ফাউন্ডেশন ও কনসিলার ব্যবহারের পর অবশ্যই ব্লাশ ব্যবহার করতে হবে। ন্যাচারাল রঙের ব্লাশ লাগিয়ে নিন চিকবোনে।   
তথ্য: টাইমস অব ইন্ডিয়া