ঝটপট মেকআপে উজ্জ্বল হোক উপস্থিতি

সারাদিন অফিস সেরে বাড়ি ফিরেই আবার ছুটতে হবে কোনও অনুষ্ঠানে? পার্টিতে খানিকটা ফিটফাট হয়ে যেতেই হয়। ঝটপট পার্টি মেকআপের দরকারি কিছু টিপস জেনে নিন।

STORY2

  • মেকআপ শুরুর আগে ত্বক হাইড্রেট করতে গ্লো-এনহ্যান্সিং ময়শ্চারাইজার লাগান। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে, উজ্জ্বলও দেখাবে। শুষ্ক ত্বকে মেকআপ ব্যবহার করা যাবে না।
  • ফাউন্ডেশনের পর হাইলাইটারের পালা। মাল্টিপল হাইলাইটার ব্যবহার করতে পারেন। মুখের বিভিন্ন অংশে ভিন্ন হাইলাইটিং দরকার। তিন-চার ধরনের হাইলাইটার মুখে লাগিয়ে ব্লেন্ড করে নিন। কয়েক ধরনের হাইলাইটার মিশিয়েও মুখে লাগাতে পারেন। মুখের বোন-জোন, চিকবোনস, ব্রো-বোনস, নাকের ব্রিজে হাইলাইটার লাগান। চোখের কোণের দিকেও হাইলাইটার লাগাতে পারেন। মুখের সাজ সম্পূর্ণ করতে কলারবোনেও থাকবে শাইনি গ্লস বা হাইলাইটার।
  • রাতের পার্টি হলে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন গ্লসি আইশ্যাডো। এটি চেহারায় জমকালো ভাব আনতে পারে খুব সহজে।
  • হাতে লাগান শিমার। স্লিভলেস পরলে পুরো হাতে ময়শ্চারাই‌জার লাগিয়ে শিমার লাগিয়ে নিন। পিঠখোলা পোশাক পরলে সেখানেও ব্যবহার করুন শিমার। 
  • চুল আয়রন করতে পারেন। আয়রন করলে উজ্জ্বল দেখায় চুল।
  • গ্লো-এনহ্যান্সিং হেয়ার সেরামও ব্যবহার করা যায়। হাতে সেরাম নিয়ে পুরো চুলে লাগিয়ে ভালো করে আঁচড়ে নিন। 
  • তাই হাতের কাছে কিছু না থাকলে যতবার সম্ভব চুল আঁচড়ান। স্ক্যাল্পে চাপ দিয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়ান। এতে সেবাসিয়াস গ্রন্থি উদ্দীপিত হয়। ফলে চুল উজ্জ্বল দেখায়।
  • শাইন স্প্রে পাওয়া যায় বাজারে। এটি ব্যবহার করেও ঝটপট পেতে পারেন উজ্জ্বল ও প্রাণবন্ত চুল।