তেলতেলে ত্বকের যত্ন নেবেন যেভাবে

গরম পড়তে শুরু করেছে। তৈলাক্ত ত্বক যাদের, তাদের বিড়ম্বনা বাড়ে এই আবহাওয়ায়। অতিরিক্ত তেল ও ময়লা জমে বাড়ে ব্রণের প্রকোপ। তেলতেলে ত্বকের সুরক্ষা নির্ভর করে সঠিক যত্নের উপর। জেনে নিন প্রয়োজনীয় টিপস।

toner-today-main-19024_497c3808207b3e991b24a580c162141d

  • তেলতেলে ত্বকের জন্য দৈনন্দিন তিনটি টিপস মেনে চলা ভীষণ জরুরি। সেগুলো হচ্ছে, ত্বক পরিষ্কার রাখা, টোনার ব্যবহার ও ময়েশ্চারাইজার ব্যবহার। গ্রিন টি টোনার ব্যবহার করতে পারেন। এটি অতিরিক্ত তেল দূর করবে। ময়েশ্চারাইজার অবশ্যই যেন অয়েল ফ্রি হয়।
  • সপ্তাহে একদিন ঘরে তৈরি স্ক্রাবার ব্যবহার করুন। এতে মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর হবে। তৈলাক্ত ত্বকে কিন্তু ব্ল্যাকহেডস জমে বেশি।
  • মুলতানি মাটি, লেবু, কমলার খোসা, শসা, টক দই ইত্যাদি ব্যবহার করতে পারেন ফেসপ্যাক হিসেবে। এটি প্রাকৃতিকভাবে ত্বক পরিষ্কার রাখতেও কার্যকর।
  • ব্লটিং পেপার ছোট ছোট অংশে কেটে গ্রিন টি লিকারে ভিজিয়ে রেখে দিন। তেল বা ঘাম জমলে এটি দিয়ে মুছে নিন।
  • এ ধরনের ত্বকে অতিরিক্ত মেকআপ করা একেবারেই অনুচিত।
  • অতিরিক্ত তেল-মসলা দেওয়া খাবার পরিহার করুন। খাদ্য তালিকায় রাখুন তাজা ফল ও শাকসবজি।