চুলের যত্নে অ্যালোভেরা ব্যবহার করবেন কেন?

অ্যালোভেরাকে বলা হয় জাদুকরি উদ্ভিদ। এটি যেমন পুষ্টিগুণে অনন্য, তেমনি রূপচর্চায়ও এর জুড়ি মেলা ভার। চুলের প্রায় সব ধরনের সমস্যা বাগে আনতে পারে এটি। জেনে নিন চুলের কোন কোন সমস্যা এটি দূর করতে পারে সহজেই।

Aloe-vera-hair-packs-to-stop-hair-fall-and-promote-hair-growth

  • চুলের রুক্ষতা দূর করে অ্যালোভেরা। এটি প্রাকৃতিকভাবে চুল রাখে ঝলমলে ও কোমল।
  • মাথার ত্বকের অ্যালার্জি দূর করে।
  • খুশকি দূর করতে কার্যকর এই ভেষজ।
  • চুল পড়া বন্ধ করে।
  • অ্যালোভেরায় থাকা ভিটামিন সি চুল পড়া বন্ধ করে।

যেভাবে ব্যবহার করবেন অ্যালোভেরা

  • গোসলের আধা ঘণ্টা আগে সরাসরি চুলের গোড়ায় লাগান এটি। শ্যাম্পু শেষে প্রাকৃতিক কন্ডিশনার ব্যবহার করুন।
  • অ্যালোভেরার একটি পাতা থেকে জেল সংগ্রহ করে ব্লেন্ড করুন স্প্রে বোতলে পানির সঙ্গে মিশিয়ে নিন এই জেল। বাইরে বের হওয়ার আগে এটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত স্প্রে করুন। চুল হবে ঝলমলে।
  • ১ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ পেঁয়াজের রস ও আধা কাপ নারিকেল তেল মেশান। মৃদু আঁচে ১৫ মিনিট গরম করুন মিশ্রণটি। ভেজা চুলে চক্রাকারে ম্যাসাজ করুন এটি। সারারাত রেখে পরদিন মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
  • রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেলের সঙ্গে এসেনশিয়াল অয়েল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। পরদিন সকালে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • আধা কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল ও ১টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। মিশ্রণটি মৃদু আঁচে গরম করে নিন। ঠাণ্ডা হলে তুলার বল ডুবিয়ে মাথার তালু ও চুলে লাগান। চুল হালকা করে খোঁপা করে শাওয়ার ক্যাপ পরে নিন। ৪০ মিনিট পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।