পিপিই বিতরণ করেছে ইনফিনিটি

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ইনফিনিটি মেগা মল তার দুই সহ-ফ্যাশন হাউস লুবনান ও রিচম্যানকে সঙ্গে নিয়ে দেশের বিভিন্ন এলাকায় পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও সাবান বিতরণ করেছে।

IMG20200328095909

আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার কাছে চিকিৎসকদের ব্যবহারের জন্য পিপিই, ফেস মাস্ক হ্যান্ড গ্লাভস হস্তান্তর করা হয়।

শনিবার ময়মনসিংহ ত্রিশালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলামের কাছে চিকিৎসকদের ব্যবহারের জন্য পিপিই হস্তান্তর করা হয়। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ চক্ষু হাসপাতালে পিপিই মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

IMG20200326113902
এর আগে ময়মনসিংহ নান্দাইলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এগুলো বিতরণ করা হয়। এছাড়াও বৃহত্তর ময়মনসিংহ এলাকার বিভিন্ন মসজিদে মুসল্লিদের মাঝে সাবানসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।

IMG_20200328_233502
লুবনান-রিচম্যান-ইনফিনিটি মেগামলের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খান জানান, করোনা পরিস্থিতিতে মানুষকে জীবাণু থেকে সুরক্ষা দিতে এ বিতরণ কর্মসূচি।