পরিষ্কার থাকুক নিত্য ব্যবহারের গয়না

প্রতিদিন যে গয়নাগুলো থাকছে অঙ্গে, সেগুলোর নিয়মিত পরিষ্কার নিশ্চিত করুন। জেনে নিন কোন গয়না কীভাবে পরিষ্কার করবেন।

toothbrush

  • সবসময় পরা হয় এমন সোনার আংটি বা দুল ডিশ ওয়াশিং পাউডার দিয়ে পরিষ্কার করে নিন। একটি পাত্রে কুসুম গরম পানি নিয়ে সামান্য ডিস ওয়াশিং পাউডার মেশান। দ্রবণে সোনার গয়না কিছুক্ষণ ভিজিয়ে রেখে টুথব্রাশের সাহায্যে পরিষ্কার করে ফেলুন। ঠাণ্ডা পানিতে কিছুক্ষণ গয়না ভিজিয়ে রেখে মুছে নিন।
  • টুথপেস্টের সাহায্যেও দ্রুত পরিষ্কার করা যায় সোনার গয়না। গয়নায় সামান্য টুথপেস্ট লাগিয়ে পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন। তারপর কুসুম গরম পানিতে গয়না ধুয়ে মুছে নিন।
  • রূপার গয়না সহজে পরিষ্কার করতে পারেন লবণের সাহায্যে। হালকা গরম পানিতে লবণ মিশিয়ে রূপার গয়না ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ব্রাশের সাহায্যে কোণাগুলো ঘষে পরিষ্কার কর নিন। পরিষ্কার পানিয়ে ডুবিয়ে তুলে ফেলুন গয়না।
  • পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি ব্রাশে লাগিয়ে পরিষ্কার করুন পাথরের গয়না।
  • গ্লাস ক্লিনার দিয়ে ডায়মন্ডের গহনা পরিষ্কার করুন।   
  • ফয়েল পেপার একটি পাত্রে বিছিয়ে রূপার গয়না রাখুন। সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিন উপরে। কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখুন গয়না। কিছুক্ষণের মধ্যেই ঝকঝকে হয়ে যাবে রূপার গয়না।
  • গয়না পরিষ্কার করার জন্য নরম কাপড় ব্যবহার করুন। সাবান ব্যবহার করতে চাইলে অবশ্যই কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করবেন।