এগুলো জীবাণুমুক্ত করছেন তো?

দরজার হাতলে স্পর্শ করা হয় অনেকবার। আবার সিঁড়ির রেলিংয়েও অনেক সময় নিজের অজান্তেই চলে যায় হাত। এগুলো তাই পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা ভীষণ প্রয়োজন।  

0a03ae38c2ad618d352b2596e0a2e5c2

  • এই সময় সরাসরি হাতের স্পর্শে দরজা না খোলাই ভালো। ডিসপোজেবল গ্লাভস পরে নিন দরজার হাতল স্পর্শ করার আগে। তেমনি সিঁড়ির রেলিংও ছোঁবেন না একদম।
  • তারপরেও ঘরের কিছু জিনিস জীবাণুমুক্ত রাখতে হবে সযতনে। টেবিল, দরজার হাতল, ডেস্ক, কিচেনের কাউন্টারটপ, কিচেনের সিঙ্ক, বাথরুম, বাথরুমে পানি কল ইত্যাদি পরিষ্কার করুন ভালো করে।
  • এগুলো পরিষ্কারের জন্য সাবান-পানি ব্যবহার করতে পারেন। প্রয়োজনে ডিটারজেন্ট ব্যবহার করুন।
  • হার্ড সারফেস পরিষ্কারের জন্য বাড়িতেই বানান ব্লিচ সলিউশন। এক লিটার পানিতে চার টেবিল চামচ ব্লিচ মেশান।

Q3EN47HUF5E4NKV6UA4SCHALL4

  • ইলেকট্রনিক জিনিস যেমন ট্যাবলেট, ফোন, কি বোর্ড, টিভির রিমোট এসবের ক্ষেত্রে এদের উপর একটা ওয়াইপেবল কভার লাগাতে পারেন। দরকারে ৭০ শতাংশ অ্যালকোহলযুক্ত ওয়াইপস বা স্প্রে ব্যবহার করুন।
  • জামা-কাপড়, তোয়ালে এসব পরিষ্কারের ক্ষেত্রে ওয়াশিং মেশিনে সবচেয়ে ওয়ার্মেস্ট ওয়াটার সেটিং ব্যবহার করুন। মেশিন ছাড়া পরিষ্কার করলে গরম পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ।