ত্বকের তারুণ্য ধরে রাখবে যেসব প্যাক

ত্বক সুন্দর ও বলিরেখাহীন রাখতে ঘরোয়া প্যাকের জুড়ি নেই। প্রাকৃতিক উপাদানের তৈরি এসব প্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল, দাগহীন ও লাবণ্যময়।

cb7f7462-3c50-4ca8-aac4-da1acecf947d
পাকা পেঁপের ফেস প্যাক
পেঁপেতে থাকা এনজাইম ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। পাকা পেঁপে ব্লেন্ড করে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন পানি দিয়ে।
গাজরের প্যাক
গাজরে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের যত্নে অনন্য। একটি গাজর সেদ্ধ করে ব্লেন্ড করে নিন। ১/৪ কাপ টক দই ও ২ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে।
অ্যাভোকাডো ও শসা
সমপরিমাণ অ্যাভোকাডো ও শসা ব্লেন্ড করে নিন একসঙ্গে। ২ টেবিল চামচ মধু ও ১/৪ কাপ টক দই মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আমন্ড ও দুধ
দুধের সঙ্গে আমন্ডের পেস্ট মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বকে নিয়ে আসবে লাবণ্য।
হলুদের প্যাক
দুধ ও মধুর সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

তথ্য: টাইমস অব ইন্ডিয়া