চুলের বৃদ্ধি বাড়ায় আপেল সিডার ভিনেগার

মজবুত ও লম্বা চুলের জন্য আপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারেন খুব সহজ কিছু উপায়ে। এটি যেমন চুলের বৃদ্ধি দ্রুত করবে, তেমনি ঝলমলে ও সুন্দর করবে চুল।

vinegar-1

  • ২ কাপ পানিতে ৪ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে শ্যাম্পু শেষে চুল ধুয়ে নিন। এক মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • সাধারণ শ্যাম্পুর সঙ্গে আধা চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে চুলের গোড়া ম্যাসাজ করুন ৫ মিনিট। ভালো করে ধুয়ে নিন চুল।
  • ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার, ২ টেবিল চামচ পানি, ৩ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ অলিভ অয়েল ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে তৈরি করুন হেয়ার প্যাক। মিশ্রণটি চুলে ম্যাসাজ করে অপেক্ষা করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।
  • একটি পাকা কলা চটকে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল ও আধা চা চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে আধা ঘণ্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  • ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল ও ১ টেবিল চামচ পানি মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।