ভ্রু ঘন ও কালো হবে প্রাকৃতিকভাবেই

ভ্রু ঝরে পড়া বা ধূসর হয়ে যাওয়ার সমস্যায় পড়েছেন? ঘরোয়া উপায়ে ভ্রু জোড়াকে করে তুলতে পারেন কালো ও ঘন। জেনে নিন কীভাবে।

58424-istock-636100670-eyebrows

  • পাঁচটি আমলকী কুচি করে এক গ্লাস পানিতে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠাণ্ডা হলে ভ্রুতে লাগান। সপ্তাহে কয়েকবার ব্যবহার করুন এটি।
  • রাতে ঘুমানোর আগে আঙুলে সামান্য ক্যাস্টর অয়েল নিয়ে ম্যাসাজ করুন ভ্রুতে। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
  • ২ চা চামচ কফি পাউডারের সঙ্গে ২ টেবিল চামচ পানি মিশিয়ে নিন। ১ কাপ পানি ফুটিয়ে কফির মিশ্রণটি ঢেলে দিন। ঠাণ্ডা হলে ভ্রুতে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। একদিন পর পর ব্যবহার করুন কফির মিশ্রণ।
  • ডিমের কুসুম ভ্রুতে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • অলিভ অয়েল সামান্য গরম করে ভ্রুতে লাগান। ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
  • ফুটন্ত পানিতে ব্ল্যাক টি ব্যাগ ভিজিয়ে রাখুন। মিশ্রণটি ঠাণ্ডা হলে ভ্রুতে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।