খুশকি দূর করবে মেহেদি





খুশকি দূর করবে মেহেদির প্যাকশীতে মাথার ত্বক রুক্ষ হয়ে বাড়ে খুশকির উপদ্রব। প্রাকৃতিকভাবে খুশকি দূর করার জন্য ব্যবহার করতে পারেন মেহেদি। এর ভেষজ গুণাগুণ খুশকি দূর করার পাশাপাশি চুলে নিয়ে আসবে ঝলমলে ভাব। গোঁড়া শক্ত করাসহ চুলের বৃদ্ধি বাড়াতেও মেহেদির জুড়ি নেই। জেনে নিন কীভাবে তৈরি করবেন মেহেদির বিভিন্ন হেয়ার প্যাক-  

 
ডিম, অলিভ অয়েল ও মেহেদি

ডিমের সাদা অংশ, অলিভ অয়েল এবং মেহেদি গুঁড়া একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। মাথার তালুতে ৩০ মিনিট লাগিয়ে রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। দূরে হবে খুশকি।

 

মেহেদি, দই ও লেবু
৪ টেবিল চামচ মেহেদি গুঁড়ার সঙ্গে লেবুর রস ও দই মেশান। মিশ্রণটি চুলে খানিকক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। খুশকি দূর হওয়ার পাশাপাশি চুল সিল্কি হবে।

 

সরিষার তেল ও মেহেদি
সরিষার তেলে মেহেদি পাতা দিয়ে চুলায় গরম করুন। ফুটে উঠলে নামিয়ে ঠাণ্ডা করুন। মাথার তালুতে ঘষে ঘষে লাগান তেল। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি কন্ডিশনার হিসেবে কাজ করবে। পাশাপাশি চুলকে করবে স্বাস্থ্যজ্জ্বল।  

মেহেদি গুঁড়া

 

মেথি, ভিনেগার ও মেহেদি
মেথি ভিজিয়ে রাখুন সারারাত। পরের দিন বেটে ১ টেবিল চামচ ভিনেগার এবং ৪ টেবিল চামচ মেহেদি গুঁড়া মেশান। মিশ্রণটি মাথার তালুতে লাগিয়ে ১ ঘণ্টা রেখে দিন। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

 

মেহেদি, গ্রিন টি এবং লেবু
৪ টেবিল চামচ মেহেদি গুঁড়া গ্রিন টি-তে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন লেবুর রস মিশিয়ে মাথার তালুতে লাগান। কিছুক্ষণ ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। এটি প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করবে। পাশাপাশি খুশকি দূর করে চুলকে করবে নরম ও কোমল।



/এনএ/