তৈলাক্ত ত্বকের যত্নে টোনার

নিয়মিত টোনিং করলে সুস্থ থাকবে ত্বক

ত্বকের সুস্থতার জন্য নিয়মিত টোনিং করা এবং ময়েশ্চারাইজার লাগানো খুবই গুরুত্বপূর্ণ। টোনিং ত্বককে উজ্জ্বল ও টানটান করে। বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য টোনিং এর কোনও বিকল্প নেই। তৈলাক্ত ত্বকের যত্নে কয়েকটি প্রাকৃতিক টোনার সম্পর্কে জেনে নিন-   

পুদিনা পাতা
গরম পানিতে পুদিনা পাতা দিন। ঠাণ্ডা হলে দ্রবণটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি টোনার হিসেবে চমৎকার কাজ করবে। ত্বকের মরা চামড়া দূর করতেও সাহায্য করবে এই টোনার।  

অ্যালোভেরা
অ্যালোভেরার জেল ত্বকে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন মুখ। এই টোনার ত্বকের রোদে পোড়া দাগ দূর করবে।

টমাটো
সমপরিমাণ টমাটোর রস ও মধু একসঙ্গে মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল হবে।

ঠাণ্ডা পানি

চট করে ত্বক টোনিং করার জন্য ঠাণ্ডা পানি ব্যবহার করতে পারেন। মুখে ঠাণ্ডা পানির ঝাপটা দিন। বরফের টুকরাও ঘষতে পারেন টোনিং-এর জন্য।

ভিনেগার

সমপরিমাণ ভিনেগার ও পানি মেশান। দ্রবণে তুলা ভিজিয়ে ত্বকে চেপে নিন। নিয়মিত করলে ত্বকের জৌলুস ফিরে আসবে।  

 


/এনএ/