উজ্জ্বল ত্বকের জন্য দুধের প্যাক

রূপচর্চায় দুধের ব্যবহার চলে আসছে সেই প্রাচীনকাল থেকেই। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি দূর করে ত্বকের শুষ্কতা। জেনে নিন দুধের কয়েকটি ফেসপ্যাক সম্পর্কে।

milk-honey-and-lemon-juice-face-pack

  • অল্প পরিমাণ দুধ সরাসরি লাগান ত্বকে। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও প্রাণবন্ত।
  • ২ চা চামচ দুধের সঙ্গে ১ চা চামচ মধু ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ভেতর থেকে ত্বকের ময়লা দূর করতে পারে দুধ। এজন্য অল্প পরিমাণে দুধ নিয়ে তুলার সাহায্যে ত্বকে লাগিয়ে ম্যাসাজ করুন কয়েক মিনিট। ৫ থেকে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
  • দুধের সঙ্গে দুই টুকরো পাকা পেঁপে মিশিয়ে সেই মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে পানি দিয়ে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন।
  • ২ চা চামচ দুধের সঙ্গে ১ চা চামচ মধু এবং অল্প পরিমাণে গরম পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি মুখে এবং গলায় লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।

তথ্য- বোল্ডস্কাই ম্যাগাজিন