লাল লিপস্টিকের বিপত্তি!

লাল লিপস্টিক ব্যবহার করার আগে জেনে নিন প্রয়োজনীয় টিপস

গাঢ় রঙের লিপস্টিক, বিশেষ করে লাল রঙের লিপস্টিক দাঁতে লেগে যাওয়া একটি সাধারণ সমস্যা। এছাড়া ঠোঁটের আশেপাশে লিপস্টিকের রঙ ছড়িয়ে যাওয়া অথবা কফির কাপে চুমুক দিতে গিয়ে লিপস্টিক লাগিয়ে ফেলা বেশ বিব্রতকর। এইসব বিপত্তি দূর করার জন্য গাঢ় লিপস্টিক লাগানোর আগে কী করবেন জেনে নিন-

 

লিপস্টিক লাগানোর আগে নরম টুথব্রাশ হালকা করে ঘষে নিন ঠোঁটে। মরা চামড়া দূর হলে লিপবাম লাগান। ন্যাচারাল রঙের লিপলাইনার দিয়ে ঠোঁট আঁকুন। যে রঙের লিপস্টিক ব্যবহার করবেন সেই রঙের লিপলাইনারও লাগাতে পারেন। লাইন আঁকা হলে লিপ লাইনার লিপস্টিকের মতো ঠোঁটের ভেতরের অংশে লাগান। তারপর লিপস্টিক দিন। ঠোঁটের কোণায় এবং ভেতরের অংশের অতিরিক্ত লিপস্টিক সাবধানে মুছে ফেলুন। ব্যস! নিশ্চিন্তে চুমুক দিন কফি কিংবা চায়ের মগে। দিনভর আপনার লিপস্টিক থাকবে একই রকম।  

/এনএ/