হ্যান্ড স্যানিটাইজারের আরও ব্যবহার

করোনাভাইরাসের প্রকোপ থেকে সুরক্ষিত থাকতে হ্যান্ড স্যানিটাইজার এখন নিত্য ব্যবহার্য সামগ্রীগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া দূর করতে এটি যেমন কার্যকর, তেমনি গৃহস্থালির বিভিন্ন সমস্যা সমাধান ও পরিচ্ছন্নতায়ও এর রয়েছে সফল ব্যবহার। 

  • সিলভারে মরিচা ধরলে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করে পাতলা কাপড় দিয়ে মুছে নিন।
  • চশমা থেকে স্ক্র্যাচ বা আঙুলের ছাপ মুছতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আলতো করে মুছুন।
  • ব্যাকটেরিয়ার কারণে ঘামে দুর্গন্ধ হয়। বগলে সামান্য হ্যান্ড স্যানিটাইজার লাগান। দূর হবে ঘামের দুর্গন্ধ।
  • ইস্ত্রি বা হেয়ার স্ট্রেইটনার কালচে হয়ে গেলে ঠাণ্ডা হওয়ার পর হ্যান্ড স্যানিটাইজারের সাহায্যে মুছে নিন।
  • আয়নায় হেয়ার স্প্রের দাগ লাগলে পরিষ্কার করতে ব্যবহার করুন হ্যান্ড স্যানিটাইজার।
  • মেকআপ ব্রাশ পরিষ্কার করতেও নিশ্চিন্তে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন।
  • হোয়াইট বোর্ড বা পোশাকে পার্মানেন্ট মার্কারের দাগ লেগেছে? ব্যবহার করুন হ্যান্ড স্যানিটাইজার।
  • বয়াম, আসবাব কিংবা নতুন ব্যাগ থেকে থেকে আঠালো স্টিকার ওঠাতে পারছেন না? সাহায্য নিন হ্যান্ড স্যানিটাইজারের।
  • কি-বোর্ড পরিষ্কার করতে নরম কাপড় ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।
  • গ্যাজেটের টাচস্ক্রিন পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে কাজে লাগাতে পারেন হ্যান্ড স্যানিটাইজার।
  • হীরার আংটি পরিষ্কার করুন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে।