ভালোবাসায় কাটুক বিশেষ দিন

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। সঙ্গীর সঙ্গে বিশেষ দিনটি কীভাবে কাটাবেন ভেবেছেন কি?

একসাথে বাসায় থাকুন
করোনাভাইরাসের এই সময়ে বাড়িতে থেকেই কাটিয়ে দিতে পারেন ভালোবাসার দিন। হয়তো অফিসের ব্যস্ততায় নিজেদের মাঝে কোয়ালিটি টাইম কাটানো হয়ে ওঠেনি অনেকদিন। অফিস কাজের চাপ থেকে একেবারে দূরে থাকতে ছুটি নিতে পারেন। একসঙ্গে রান্না করে বা প্রিয় কোনও সিনেমা দেখে কাটাতে পারেন ভালোবাসার দিনটি।

চিঠি লিখুন একে অন্যকে
ভালোবাসার দিনে একে অন্যকে চিঠি লিখে আবারও ভালোবাসার কথা জানান। সব সময়ের মতো আপনার পার্টনার আপনাকে ভালোবেসে গেছে বলে তাকে কৃতজ্ঞতা জানিয়ে লিখুন।

সন্তানদের নিয়ে উদযাপন করুন
সন্তানসহ পরিবারের সবাইকে নিয়ে উদযাপন করুন ভালোবাসার দিন। একঘেয়েমি ও দীর্ঘদিনের ক্লান্তি দূর হবে অনেকটাই। 

থাকুক ক্যান্ডেল লাইট ডিনার
প্রিয় কোনও রেস্টুরেন্টে মোমের আলোয় ডিনারের পরিকল্পনা রাখতে পারেন প্রিয় মানুষটির সঙ্গে। চাইলে ঘরেও করে ফেলা যায় একই আয়োজন। সঙ্গীর জন্য পছন্দের খাবার রান্না করে চমৎকার করে টেবিল সাজিয়ে চমকে দিতে পারেন তাকে।

উপহারে থাকুক ভালোবাসার প্রকাশ
সঙ্গীর কাজে লাগে এমন কিছু হতে পারে ভালোবাসা দিবসের উপহার। সেখানে থাকা চাই আবেগের পূর্ণ প্রকাশও।

তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট