বিশ্বরঙের নতুন শোরুমের পথচলা শুরু

রাজধানীর ইস্টার্ন প্লাজায় শুরু হয়েছে ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’ এর নতুন শোরুমের পথচলা।   পহেলা বৈশাখকে বরণ করতে বিশ্বরঙ এর ‘উৎসবে বিশ্বরঙ’ শীর্ষক পোশাক প্রদর্শনী চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্বরঙ এর সকল শোরুমে এবং অনলাইনে।

এবারের বৈশাখে মোটিফের উৎস হচ্ছে ‘প্রকৃতি।’ পোশাক অলংকরণের অনুষঙ্গ হিসেবে প্রকৃতির বিভিন্ন উপাদানকে গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের সমন্নয়ে উপস্থাপন করা হয়েছে কাপড়ে। পোশাকের প্যাটার্নেও এসেছে ভিন্নতা।

এবারের ‘উৎসবে বিশ্বরঙ’ শীর্ষক বিশ্বরঙ এর পোশাক প্রদর্শনীতে শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, ফতুয়া, শার্ট,  টি-শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে প্রকৃতির উপাদান গাছ, লতা-পাতা, ফুল ইত্যাদির গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মগুলোর মোটিফ। গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি কাপড়।