দাগহীন ত্বকের জন্য

দাগহীন ত্বকের জন্য



সেজেগুজে পার্টিতে যাওয়ার আগে হঠাৎই চোখ গেল কপালের কালচে দাগটির ওপর। ব্যস! বেমানান এতক্ষণের সাজগোজ সবই পণ্ড! শত মেকআপের প্রলেপ দিয়েও বাগে আনা যাচ্ছে না সে দাগকে। এমন অবস্থায় মন খারাপ হওয়ায় স্বাভাবিক। আসলে ত্বকের সব ধরনের দাগ মেকআপও লুকিয়ে রাখতে পারে না। আর প্রাকৃতিকভাবেই দাগহীন সুন্দর ত্বক কে না চায়? জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে দূর করবেন ত্বকের দাগ-  

  • সমপরিমাণ গোলাপজল ও লেবুর রসে চন্দন গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে তোয়ালে চেপে মুছে নিন। নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে দাগহীন।
  • শুকনা কমলার খোসার সঙ্গে আমন্ড গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি স্ক্রাব হিসেবে ব্যবহার করুন ত্বকে। কালচে দাগ দূর হবে।
  • আলুর রসে তুলা ভিজিয়ে দাগের ওপর লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত করলে ধীরে ধীরে মিলিয়ে যাবে দাগ
  • পাকা কলার খোসার ভেতরের অংশ ত্বকে ঘষুন। খোসা বাদামি রঙ হয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন মুখ।

 

/এনএ/