১৭ জানুয়ারি শুরু হচ্ছে ‘উন্মাদ’এর চিত্র প্রদর্শনী

মহাজাগতিক বিষয় নিয়ে চিত্র প্রদর্শনী

রাতের আকাশে জ্বলজ্বল করে হাজারও তারা। শুধু কি তারা? কতশত উল্কা, ছায়াপথ আর নক্ষত্রপুঞ্জের বসত ঐ দূর মহাকাশে। রহস্যময় এসব মহাজাগতিক বিষয় সম্পর্কে জানার কৌতূহল রয়েছে কমবেশি সবার। শিল্পীর তুলিতে মহাবিশ্বের রহস্যময়তা তুলে আনতেই এবার বৈচিত্র্যময় মহাজাগতিক বিষয় নিয়ে ‘উন্মাদ’আয়োজন করতে যাচ্ছে চিত্র প্রদর্শনীর। উন্মাদ আয়োজিত শিল্পী আরিফ আহমেদের একক এ চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে আগামীকাল ১৭ জানুয়ারি রাজধানীর দৃক গ্যালারিতে। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশে এই প্রথম এ ধরনের বিজ্ঞানমনস্ক চিত্র প্রদর্শনী আয়োজিত হতে যাচ্ছে। শিল্পী আরিফ আহমেদ ফলিত পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী হলেও তার আগ্রহ মহাবিশ্বের বিভিন্ন খুঁটিনাটি বিষয়া নিয়ে। এদেশে থ্রি-ডি অ্যানিমেশন প্রশিক্ষণের পরিচিত নাম তিনি। আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন।

/এনএ/