ছবিতে বর্ণিল সাকরাইন

আকাশটা সেদিন ছিল উৎসবপ্রিয়দের দখলে। দিনভর রঙ-বেরঙের ঘুড়ি উড়েছে যে আকাশে, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সেখানেই আতশবাজির ঝলকানি! প্রতিবছর পৌষ সংক্রান্তিতে পুরান ঢাকাবাসী আয়োজন করে এমন আনন্দ উৎসবের। পৌষ সংক্রান্তির এ উৎসব সাকরাইন নামে পরিচিত।

১৪ ও ১৫ জানুয়ারি পৌষ সংক্রান্তি উপলক্ষে পুরান ঢাকার প্রায় প্রতিটি বাড়িতেই ছিল বিভিন্ন আয়োজন। ছেলে-বুড়োরা সারাদিন উড়িয়েছে বাহারি রঙিন ঘুড়ি। মুড়ি-মুড়কি ও পিঠাপুলির ব্যবস্থা ছিল অতিথিদের জন্য। সন্ধ্যায় ওড়ানো হয় ফানুশ। নাচ-গান, রঙিন আলোর খেলা ও আতশবাজির মুহুর্মুহুর শব্দে উৎসবের রঙ ছড়িয়ে পড়ে নগরজুড়ে। ঐতিহ্যবাহী সাকরাইনের বর্ণিল ছবি থাকছে বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য- 

সাকরাইন ২০১৬

সাকরাইন ২০১৬

সাকরাইন ২০১৬

সাকরাইন ২০১৬

সাকরাইন ২০১৬

সাকরাইন ২০১৬

সাকরাইন ২০১৬

সাকরাইন ২০১৬

সাকরাইন ২০১৬

সাকরাইন ২০১৬

সাকরাইন ২০১৬

 

 

ছবি: লেখক

/এনএ/